Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্পের নাম
বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা খালের ওপর রাবার ড্যাম অথবা আধুনিক হাইড্রলিক এলিভেটর ড্যাম (HED) স্থাপন
বিস্তারিত

প্রকল্প শুরু
01/12/2024
শেষের তারিখ
31/12/2025
প্রকল্পের ধরণ
এডিবি
label.Details.title

কাজের বর্ননা

সাঙ্গু নদীর মোট দৈর্ঘ্য আনুমানিক ২৯৪ কিঃমিঃ এবং সমগ্র অববাহিকা অঞ্চল প্রায় ৩৬০০ বর্গকিঃমিঃ। তাড়াছা খাল সাঙ্গুর একটি উপনদী যা রোয়াংছড়ি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং মূল সাঙ্গু নদীর সাথে ডানতীরে মিলিত হয়েছে। তারাছা খালের আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৩৯.৩৬ কিঃমিঃ।বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার আয়তন প্রায় ৪৪২.৮৯ বর্গ কিমি এবং জনসংখ্যা প্রায় ২২,৬২৯ যার ৮০ শতাংশ মানুষের আয়ের প্রধান উৎস কৃষি। রোয়াংছড়ি উপজেলায় পানির স্তর নিচে থাকায় পানির জন্য জনসাধারণকে যথেষ্ট দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু তারাছা খালে রাবার ড্যাম বা আধুনিক হাইড্রলিক এলিভেটর ড্যাম (HED)  নির্মাণ করা হলে শুষ্ক মৌসুমে পানির স্তর উপরে উঠে আসবে এতে অত্র এলাকার পানির সমস্যা দূর হবে। নদীর দুপাশে অবস্থিত বিস্তীর্ণ অঞ্চল চাষাবাদ করা যাবে। উক্ত রাবার ড্যাম বা হাইড্রলিক এলিভেটর ড্যাম নির্মাণ করা হলে কৃষকরা অধিক ফসল উৎপাদন করতে পারবে বলে আশা করা যায়। রাবার ড্যাম বা হাইড্রলিক এলিভেটর ড্যাম নির্মাণ হলে পানির স্তর বৃদ্ধি পেয়ে দুর্গম পাহাড়ি এলাকার মানুষের নৌ চলাচলের মাধ্যমে যাতায়াত ব্যবস্থার সুবিধা বৃদ্ধি পাবে। মন্ত্রি পরিষদ বিভাগের স্মারক নং- ০৪.০০.০০০.৫১৪.০৩.০০১.২৩.৩৩৩, তারিখ- ২৭/০৩/২০২৩ খ্রিঃ মোতাবেক জেলাপ্রশাসক সম্মেলন ২০২৩-এ উত্থাপিত পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত দীর্ঘমেয়াদি  প্রস্তাবনার মধ্যে “বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা খালের ওপর রাবার ড্যাম স্থাপনের উদ্যোগ গ্রহন” অন্যতম। বর্তমানে সমীক্ষা সম্পাদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সেই অনুযায়ী ডিপিপি গঠন করা হবে।

ডাউনলোড