Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Project Name
বান্দরবান জেলায় সাঙ্গু-মাতামুহুরী নদী অববাহকিায় তীর সংরক্ষণ, ড্রেজিং এবং পরিবেশ ও বাস্তুসংস্থানগত উন্নয়নসহ সমন্বতি টেকসই নদী-ব্যবস্থাপনা প্রকল্প (প্রস্তাবিত)
Details

প্রকল্পের উদ্দেশ্যঃ

  • প্রকল্পের আওতায় নদী তীর সংরক্ষণ কাজ বাস্তবায়নের মাধ্যমে সাঙ্গু ও মাতামুহুরী নদীর ভাঙ্গন হতে বান্দরবান জেলার ৫টি উপজেলার বিভিন্ন অংশ রক্ষা করা। 
  •  ড্রেজিং এর মাধ্যমে সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি ধারণক্ষমতা ও সেচ সুবিধার উন্নয়ন এবং বন্যা নয়িন্ত্রণ করা।
  •  বন্যা নিয়ন্ত্রণ ও সৌন্দর্য্য বর্ধনের উদ্দেশ্যে ফ্লাডওয়ালকাম ওয়াকওয়ে  নির্মাণ করে নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি করা। 
  •  ড্যাম নির্মাণের মাধ্যমে পানি সঞ্চয় করে শুষ্ক মৌসুমে কৃষিকাজে প্রয়োজনীয় পানির যোগানের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করা।
  •  ইকোট্যুরজিম কেন্দ্র নির্মাণের মাধ্যমে গোষ্ঠীকেন্দ্রকি পর্যটন ও বিনোদনমূলক সুযোগ-সুবিধার বিকাশ।
  • পরিবেশ ও বাস্তুসংস্থানগত সংরক্ষণ।
  • প্রকল্প বাস্তবায়ন ও সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ।
Start
01/07/2023
End
30/06/2027
Project Type
Others
label.Details.title

প্রকল্পের উদ্দেশ্যঃ

  • প্রকল্পের আওতায় নদী তীর সংরক্ষণ কাজ বাস্তবায়নের মাধ্যমে সাঙ্গু ও মাতামুহুরী নদীর ভাঙ্গন হতে বান্দরবান জেলার ৫টি উপজেলার বিভিন্ন অংশ রক্ষা করা। 
  •  ড্রেজিং এর মাধ্যমে সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি ধারণক্ষমতা ও সেচ সুবিধার উন্নয়ন এবং বন্যা নয়িন্ত্রণ করা।
  •  বন্যা নিয়ন্ত্রণ ও সৌন্দর্য্য বর্ধনের উদ্দেশ্যে ফ্লাডওয়ালকাম ওয়াকওয়ে  নির্মাণ করে নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি করা। 
  •  ড্যাম নির্মাণের মাধ্যমে পানি সঞ্চয় করে শুষ্ক মৌসুমে কৃষিকাজে প্রয়োজনীয় পানির যোগানের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করা।
  •  ইকোট্যুরজিম কেন্দ্র নির্মাণের মাধ্যমে গোষ্ঠীকেন্দ্রকি পর্যটন ও বিনোদনমূলক সুযোগ-সুবিধার বিকাশ।
  • পরিবেশ ও বাস্তুসংস্থানগত সংরক্ষণ।
  • প্রকল্প বাস্তবায়ন ও সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ।
Job description
  • সাঙ্গু নদী তীর সংরক্ষণ কাজ     ৪.৬৪ কিঃ মিঃ
  • মাতামুহুরী নদী তীর সংরক্ষণ কাজ     ৪.৫২ কিঃ মিঃ
  • সাঙ্গু নদী ড্রেজিং (সদর) (মাটির পরিমাণ ৭.২৬ লক্ষ ঘন মিটার)    ৪.৫০ কিঃ মিঃ
  • সাঙ্গু নদী ড্রেজিং (বড়পাথর) (মাটির পরিমাণ ৮.৯৯ লক্ষ ঘন মিটার)    ৩.৫০ কিঃ মিঃ
  • মাতামুহুরী নদী ড্রেজিং (লামা) (মাটির পরিমাণ ৫.৯৯ লক্ষ ঘন মিটার)    ৪.৪১ কিঃ মিঃ
  • প্রতিরক্ষা কাজসহ ওয়াকওয়ে নির্মাণ    ০.৬৫০ কিঃ মিঃ
  • ড্যাম নির্মাণ    ৬ টি
  • বিভিন্ন স্থানে ঘাটলা নির্মাণ    ৫ টি
  • ইকোট্যুরিজম কেন্দ্র নির্মাণ    ৫ টি
  • অফিস কাম রেস্ট হাউজ নির্মাণ    ১ টি
Attachments